ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পের পরে মিয়ানমারে সেনাবাহিনীর ২৪৩ হামলায় নিহত ২০০-এর বেশি : জাতিসংঘ

odhikarpatra | প্রকাশিত: ২ মে ২০২৫ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ২ মে ২০২৫ ২২:১৬

ভয়াবহ ভূমিকম্পের পর ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও মিয়ানমার সেনাবাহিনী দেশজুড়ে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 


জেনেভা থেকে এএফপি জানান, সংস্থাটির মানবাধিকার প্রধান ফলকার তুর্ক শুক্রবার এক বিবৃতিতে জানান, এসব হামলায় ইতোমধ্যে ২০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩,৮০০ জন নিহত হওয়ার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী অন্তত ২৪৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১৭১টি ছিল বিমান হামলা। 

তুর্ক আরও বলেন, ‘হামলাগুলোর বিপুল সংখ্যকই ঘটেছে ২ এপ্রিলের যুদ্ধবিরতির পর।



আপনার মূল্যবান মতামত দিন: