odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ওয়াশিংটনের শীর্ষ কৌঁসুলি হিসেবে ফক্স নিউজের উপস্থাপককে নিয়োগ দিলেন ট্রাম্প 

odhikarpatra | প্রকাশিত: ৯ May ২০২৫ ২১:৪২

odhikarpatra
প্রকাশিত: ৯ May ২০২৫ ২১:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার টিভি ব্যক্তিত্ব ও সাবেক বিচারক জিনাইন পিরোকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। পিরো ফক্স নিউজের একজন অন-এয়ার হোস্ট ছিলেন। 


ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ৭৩ বছর বয়সী জিনাইন পিরো ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসেবে কাজ করার জন্য মনোনীত হয়েছেন। 

ডানপন্থী টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের একাধিক কর্মকর্তাকে সরকারি পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যিনি ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড’-এর কো-হোস্ট ছিলেন। এছাড়া রয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি, যিনি ফক্স বিজনেসের একজন কো-হোস্ট ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প প্রথমে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি হিসেবে একজন ডিফেন্স লইয়ারকে বেছে নেন। পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। কারণ ওই ডিফেন্স লইয়ার এমন ব্যক্তিদের পক্ষে আইনী লড়াই করেছেন, যারা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিচারক জিনাইন পিরোকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসেবে নিয়োগ করা হবে। 
ট্রাম্প নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির সাবেক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পিরোকে ‘অসাধারণ’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।

পিরো মার্কিন সিনেট ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে প্রতিদ্বন্দ্বিতায় হেরে রাজনীতিতে প্রবেশ করেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু কুওমোর কাছে হেরে যান তিনি। 

পিরো ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘বিচারক জিনাইন পিরো’ নামে একটি সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। ২০১১ সালে তিনি ফক্স নিউজ চ্যানেলে ‘জাস্টিস উইথ জাজ জিনাইন’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যোগ দেন। এ প্রোগামে তিনি ১১ বছর কাজ করেন। বর্তমানে তিনি চ্যানেলটির ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানের কো-হোস্ট।

পিরো ২০১৮ সালে প্রকাশিত ‘লায়ার্স, লিকারস অ্যান্ড লিবারেলস: দ্য কেস অ্যাগেইনস্ট দ্য অ্যান্টি-ট্রাম্প কন্সপাইরেসি’সহ বেশ কয়েকটি বইও লিখেছেন। বইটিতে ট্রাম্পের ‘চাটুকারিতা’ করা হয়েছে বলে বর্ণনা করেছে ওয়াশিংটন পোস্ট। 

২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের দায়ে জিনাইন পিরোর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। নির্বাচনে সরঞ্জাম সরবারহকারী কোম্পানি ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস এ মামলাটি দায়ের করে। ডোমিনিয়ন দাবি করেছে, ফক্স নিউজ তাদের সম্পর্কে মিথ্যা বিবৃতি সম্প্রচার করেছে। 

পরে ফক্স নিউজ প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারে মামলাটি নিষ্পত্তি করে



আপনার মূল্যবান মতামত দিন: