ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারতে বিষাক্ত মদ পানে ১৭ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৩ মে ২০২৫ ২২:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ মে ২০২৫ ২২:৪৩

ভারতের পাঞ্জাবে মিথানল মেশানো মদ ‘মুনশাইন’ পান করে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, সোমবার গভীর রাতে পাঞ্জাবের অমৃতসর জেলার পাঁচটি গ্রামে এ মদ পান করার পর তাদের মৃত্যু হয়।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে তৈরি কমদামী এ মদ পান করে প্রতি বছর ভারতে শত শত মানুষ মারা যায়। মদের কার্যকারিতা বাড়ানোর জন্য এতে প্রায়শই মিথানল মেশানো হয়, যা অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

সিনিয়র পুলিশ অফিসার মনিন্দর সিং বলেছেন, পাঁচটি গ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে।

পাঞ্জাব পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে জানিয়েছে, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার রহস্য উন্মোচন ও  জড়িত সকলকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, দায়ীদের শাস্তি দেওয়া হবে।

গত বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মুনশাইন পান করে ৫৩ জন মারা গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: