ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৫৯

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ঘন্টার চেষ্টায় শনিবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২১, মতিঝিলস্থ শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তৃতীয় তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই। পরে ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: