ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

ঢাকায় বায়ুদূষণ রোধে সরকারের নানা সিদ্ধান্ত 

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৫ ২০:০১

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৫ ২০:০১

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বায়ুদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ মে রাজধানীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধের পদক্ষেপ হিসেবে, খালি জায়গায় পরিবেশবান্ধব গাছ লাগানো হবে। বর্জ্য ও রাস্তা পরিষ্কার করতে আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। 

তিনি আরও জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

গাছ লাগানোর উদ্যোগে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে সিটি করপোরেশন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ ও ডিএমপি থাকবে।

ঢাকা উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের খালি জায়গায় ঘাস লাগানোর জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তরুণ প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা গাছের দেখভালের দায়িত্ব পাবেন। বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে সেরা পরিচর্যাকারীদের পুরস্কার দেওয়া হবে।

ধুলাবালি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রতিদিন দুইবার রাস্তায় পানি ছিটাবে। নগরবাসীর ভোগান্তি কমাতে বর্জ্য অপসারণ ও রাস্তা ঝাড়ু দেওয়ার সময় নির্দিষ্ট করা হবে।

বালু খোলা ট্রাকে পরিবহনের পরিবর্তে প্যাকেটে বহন করা হবে।

২০২৫ সালের মধ্যে সড়ক নির্মাণ ছাড়া সব সরকারি নির্মাণকাজে ইটের বদলে ব্লক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোলা জায়গায় বর্জ্য পোড়ানো হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠ্যপুস্তকে জনসচেতনতা ও বায়ুদূষণ রোধে তাদের ভূমিকা নিয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে ও পুরোনো কিছু অধ্যায় বাদ দেয়া হবে। পাশাপাশি দেশের সকল মসজিদে জুমার খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ক বার্তা দেওয়ার নির্দেশনাও দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: