ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শারজাহ মাস্টার্স দাবায় তাহসিন ১৫তম

odhikarpatra | প্রকাশিত: ২৬ মে ২০২৫ ২১:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ মে ২০২৫ ২১:১৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে অনুষ্ঠিত শারজাহ মাস্টার্স দাবা, ক্যাটাগরি-বি ইভেন্টে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১৫তম এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ২১তম স্থান লাভ করেছেন।


ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় ৬ পয়েন্ট করে অর্জন করেছেন। ৯ খেলায় ৪ পয়েন্ট করে নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৯২তম এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯৩তম স্থান পান। 

গতকাল অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজাবাইজানের মহিলা গ্র্যান্ড মাস্টার বেইদুল্লায়েভা গোভহারের সাথে ড্র করেন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার আরফান অদিত্য বাগুসকে পরাজিত করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ অস্টেলিয়ার রুদ্রা ভার্মার সাথে ড্র করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সৌউদ বাদের হুয়াইর আলজারোনিকে পরাজিত করেন। 
ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী সাড়ে সাত পয়েন্ট পেয়ে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ১৪২টি দেশের ৬ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৯ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: