odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

মেট্রোরেল ঈদের দিন বন্ধ থাকবেকাঁচা বা রান্না করা মাংস বহন নিষিদ্ধ

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৫ ১৮:০১

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৫ ১৮:০১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

গতকাল ৩ জুন মঙ্গলবার ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। পরবর্তী দিন, অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যে সব বিধিনিষেধ আগে থেকেই রয়েছে, সে সবও বহাল থাকবে।

এতে বলা হয়, নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে, তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ।



আপনার মূল্যবান মতামত দিন: