ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১১ জুন ২০২৫ ১৯:১১

odhikarpatra
প্রকাশিত: ১১ জুন ২০২৫ ১৯:১১

সিরাজগঞ্জে  জেলার উল্লাপাড়া উপজেলায় আজ নদীতে গোসল করার সময় পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সাব্বির হোসেন জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। আব্দুল মমিন স্ত্রী-সন্তান নিয়ে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে নানীর সাথে গোসল করতে যায় নাতি সাব্বির হোসেন। একপর্যায়ে পানিতে নেমে পা পিছলে ডুবে যায় সাব্বির। নিখোঁজের পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে শিশু সাব্বির হোসেনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

পানিতে ডুবে শিশু সাব্বির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নিয়ামুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: