odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ইসরাইলি হামলায় গাজায় নিহত ২৭

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ July ২০২৫ ২০:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ July ২০২৫ ২০:১৬

ইসরাইল রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকেই আহত হয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা  রোববার এ তথ্য জানিয়েছে।


গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, ইসরাইল গাজা শহরে রাতভর এবং ভোরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ‘শিশু ও নারী সহ আটজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

বাসাল বলেন, গাজা শহরের দক্ষিণে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ‘১০ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

তিনি বলেন, ‘নুসাইরাত শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি এলাকায় পানি বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে  ইসরাইল। হামলায় ছয়জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ইসরাইল দক্ষিণে উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে আরেকটি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

গত ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার ফলে  যুদ্ধ শুরু হয়। যুদ্ধ ২১ মাসেরও বেশি সময় ধরে চলছে। ইসরাইল গাজা জুড়ে হামলা জোরদার করেছে। ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

গাজায় গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া মৃতের সংখ্যা এবং বিবরণ যাচাই করতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন: