
সাবেক অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা দাবি ভেনিজুয়েলার
ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট টারিক এল আইসামি শুক্রবার বলেছেন, তিনি দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল লুইসা ওর্তেগা দিয়াজের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা দাবি করবেন।
পার্লামেন্টে বক্তৃতাকালে এল আইসামি বলেন, ‘২০১৭ সালের সহিংস কর্মকা-ে ভূমিকা রাখার জন্য’ ওর্তেগা দিয়াজকে গ্রেফতার করতে হবে।
এল আইসামি বলেন, ২০১৭ সালের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলা ওই সহিংসতার সময়ে ওর্তেগার কার্যক্রম আইনের আওতাভুক্ত ছিলো না।
ওর্তেগা ও তার স্বামীর বিরুদ্ধে ২০১৭ সালের আগস্টে গ্রেফতারি পরোয়ানা জারির পর তারা আরুবার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন এবং এরপর কলম্বিয়া চলে যান।
আপনার মূল্যবান মতামত দিন: