odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 

odhikarpatra | প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:১০

odhikarpatra
প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে।

আজ রোববার নোয়াখালীর চৌমুহনির বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের মূল শক্তি হিসেবে ইসলামের গুরুত্ব এবং উলামায়ে কেরামের ভূমিকা তুলে ধরেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে প্রতারিত করেছে। নির্বাচনের সময় তারা দেশপ্রেমিক ও ধার্মিক সেজে সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়, কিন্তু ক্ষমতায় গেলে দুর্নীতির মাধ্যমে দেশকে ‘চ্যাম্পিয়ান’ বানায়।

তিনি বলেন, ফ্যাসিস্ট শাসকরা দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জনগণের রোষের কারণে তাদেরও পালাতে হয়েছে। তাই নতুন কোনো ক্ষমতাধারী জাতির সঙ্গে প্রতারণা করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বিগত জুলাইয়ের অভ্যুত্থানে হাজারো মা ও পরিবার কষ্ট পেয়েছে, বহু মানুষ অন্ধত্ব ও পঙ্গুত্বের শিকার হয়েছে। এত রক্তের বিনিময়ে দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। 

দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা উলামাদের মৌলবাদী আখ্যায়িত করছে, তাদের সমর্থন সমস্যাজনক। উলামাদের সচেতনতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা নজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রবাসী উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম কাউসার, বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সলিম উদ্দিন, নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য মাওলানা নুর উদ্দিন আমানতপুরী। এতে নোয়াখালীর বিভিন্ন মাদ্রাসার 

পরিচালক, শাইখুল হাদিস ও ব্যবসায়ী নেতরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: