odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

দক্ষিণ কোরিয়ার শিশুদের ভবিষ্যৎ নিয়ে নতুন আইন- বিদ্যালয়ে নিষিদ্ধ হচ্ছে মোবাইল

odhikarpatra | প্রকাশিত: ২৮ August ২০২৫ ১৬:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২৮ August ২০২৫ ১৬:৪৭

-বিশেষ প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার সরকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে সংসদে পাশ করেছে একটি নতুন আইন; স্কুল চলাকালীন সময়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। যা আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে কার্যকর করা হবে। যার লক্ষ্য শিশুদের স্মার্টফোন আসক্তি থেকে মুক্ত করে আনা। নতুন আইনে বলা হয়েছে, পড়াশোনার সময়ে ছাত্রছাত্রীরা ফোন ব্যবহার করতে পারবে না। তবে জরুরি অবস্থা, শিক্ষার উদ্দেশ্যে কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। সংসদে পাশ হওয়া এই আইনের পক্ষ বিপক্ষে চলছে বির্তক।

কেন এই আইন পাশ করলো দক্ষিণ কোরিয়ান সরকার?

সরকারি জরিপ বলছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষই মোবাইল ফোনে অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে সেই সংখ্যা ৪৩ শতাংশ। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করছে। এর প্রভাব পড়ছে তাদের পড়াশোনা, বন্ধুত্ব আর মানসিক স্বাস্থ্যে। খেলাধুলার মতো বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে।  অভিভাবকদের অন্যতম বড় দুশ্চিন্তা হলো শুধু পড়াশোনার ক্ষতি নয়, অনলাইন বুলিংয়ের স্বীকার হচ্ছে। কিম সুন নামের এক অভিভাবক বলেন, আমার মেয়েরা প্রাথমিক স্কুলে পড়ে। আমি ভয় পাই, কারণ সোশ্যাল মিডিয়ায় বাচ্চারা একে অপরকে অকথ্য ভাষায় আঘাত করছে।

আইন নিয়ে চলছে বিতর্ক

শিক্ষকদের মধ্যে আইন নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ মনে করেন, এতে শৃঙ্খলা ফিরবে। আবার অনেকে বলছেন এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হতে পারে।

১৮ বছর বয়সী এক ছাত্র মনে করছেন শুধু ফোন কেড়ে নিলে সমস্যার সমাধান হবে না। আমাদের শেখাতে হবে ফোন ছাড়াই কীভাবে জীবনকে উপভোগ করা যায়।

বিশ্বের আরও কিছু দেশ ইতোমধ্যেই স্কুলে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা এনেছে। তবে দক্ষিণ কোরিয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি। যারা এ বিষয়ে আইন প্রণয়ন করলো।

- মো. সাইদুর রহমান বাবু, স্পেশাল করোসপন্ডেন্টস, অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: