odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

শান্তিপূর্ণ সমাধান ব্যর্থ: সেনাবাহিনীর হস্তক্ষেপে ‘মব ভায়োলেন্স’ নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ২৩:৩৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ২৩:৩৩

শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, স্থানীয় পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকায় সেনাবাহিনী প্রথমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করে। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হলে সম্ভাব্য ‘মব ভায়োলেন্স’ বা জনতা সহিংসতা ঠেকানোর জন্য সেনা সদস্যরা সীমিত পরিসরে বল প্রয়োগে বাধ্য হন।

আইএসপিআর আরও জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে কাজ চালিয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: