
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
রোববার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, চবির শিক্ষার্থীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রতিচ্ছবি। তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “চবির ঘটনাটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান দমননীতি ও সন্ত্রাসেরই অংশ। আমরা ন্যায়বিচার চাই এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
আপনার মূল্যবান মতামত দিন: