ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

আন্তর্জাতিক আইনি কাঠামো জরুরি: প্রধান উপদেষ্টা ইউনূস

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ২২:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ২২:৩৭

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিবছর বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো থেকে বিপুল অর্থ অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বড় ব্যর্থতার পরিচয় বহন করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ার ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, শুধু বাংলাদেশ থেকেই প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়। এই অর্থ উন্নত দেশ ও করস্বর্গে আশ্রয় পাচ্ছে।

অধ্যাপক ইউনূস মনে করেন, বর্তমান বিশ্বব্যবস্থা অর্থ পাচারকারীদের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, “আমরা জানি কারা এই অর্থ পাচার করছে এবং কিভাবে করছে। কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতার কারণে তা বন্ধ করা যাচ্ছে না।”

তিনি অবিলম্বে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো ও তার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

বৈঠকে টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উদ্যোগের প্রশংসা করেন। তবে তিনি জানান, দুর্নীতি ও অর্থ পাচার রোধে আরও কার্যকর আইন ও বাস্তব প্রয়োগ এখন সময়ের দাবি।



আপনার মূল্যবান মতামত দিন: