odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ – ফল প্রকাশ যে কোনো মুহূর্তে

odhikarpatra | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা। প্রার্থী, সমর্থক ও শিক্ষার্থীরা অধীর আগ্রহে ফল জানার অপেক্ষায় আছেন। ক্যাম্পাসজুড়ে এখন এক ধরনের উত্তেজনা ও প্রত্যাশার পরিবেশ বিরাজ করছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সব ব্যালট বাক্স সিনেট হলে নেওয়ার পর প্রায় ৪০ ঘণ্টা ধরে টানা ভোট গণনা চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১১,৭৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে –

  • সহসভাপতি (ভিপি) পদে ৯ জন
  • সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন
  • যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন
  • যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন

ইতোমধ্যে অধিকাংশ হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে –

 

১৩ নং (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা।

জিএস নির্বাচিত হয়েছেন মোহসিনা তুবা। এজিএস নির্বাচিত হয়েছেন সাদিয়া মেহজাবিন।

বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান, জিএস হয়েছেন ফাতেমা তুজ–জোহরা। এজিএস রায়হানা সরকার।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক। জিএস নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন মির্জা আদনান ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সিফাত উল্লাহ।জিএস হয়েছেন মাহমুদুল হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন তারিক আহমেদ।

ফজিলতুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম। এজিএস প্রমা রাহা।

শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান। জিএস হয়েছেন শরিফুল ইসলাম ও এজিএস নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।

২১ নং (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব। জিএস হয়েছেন ওলিউল্লাহ মাহাদী। এজিএস হয়েছেন তুষার আহমেদ।

কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস নির্বাচিত হয়েছেন আলী আহমেদ। এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির।

আ ফ ম কামাল উদ্দিন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর। জিএস নির্বাচিত হয়েছেন আবরার শাহরিয়ার। এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

 

  • মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন
  • মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান
  • শহীদ সালাম–বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া
  • আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান
  • নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস পদে কোনো প্রার্থী নেই
  • ১০ নং (ছাত্র) হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ
  • ১৫ নং (ছাত্রী) হল: ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার

নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শিগগিরই কেন্দ্রীয় পদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা আশা করছেন, এবারের জাকসু নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা পুনঃপ্রতিষ্ঠিত করবে।



আপনার মূল্যবান মতামত দিন: