
নিজস্ব প্রতিবেদক
অধিকার পত্র ডটকম | ১৬ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সক্রিয় কর্মী হাসিবুল। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে হাসিবুল লিখেছেন, ব্যক্তিগত কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন বলেও উল্লেখ করেন।
হাসিবুল বলেন, “ছাত্রসংসদের কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। তবে এখন ব্যক্তিগত পড়াশোনা ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া জরুরি।”
গণতান্ত্রিক ছাত্রসংসদের কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যেই তার পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে হাসিবুলকে শুভকামনা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে এই পদত্যাগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে মন্তব্য করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: