odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ, উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগ দাবি

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৫ ২৩:০৬

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৫ ২৩:০৬

অধিকার পত্র ডটকম ;

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান অনশন আন্দোলনে এবার যোগ হলো বিক্ষোভ কর্মসূচি। উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পাঁচ শিক্ষার্থী তিন দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সকালে ও দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনশনস্থলে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে যোগ দেন।

আন্দোলনকারীরা বলেন,

“এ প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তালবাহানা নয়, আমরা অধিকার আদায়ের জন্য গেট লক করেছি। এখন আর এক মুহূর্তও এই ভিসি ও প্রশাসনকে আমরা চাই না।”

জবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিসোর সাম্য বলেন,

“ভিসির এখন চেয়ার ছেড়ে দেওয়ার সময় হয়েছে। আমাদের দাবিগুলো পূরণের জন্য নতুন নেতৃত্ব দরকার।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জগন্নাথে প্রায় ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিনই তাদের আন্দোলন করতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয় না।

অনশনরত শিক্ষার্থীরা হলেন—

  • একেএম রাকিব (বোটানি বিভাগ, ২০১৭-১৮ সেশন)
  • ফয়সাল মুরাদ (ম্যানেজমেন্ট স্টাডিজ, ২০১৯-২০ সেশন)
  • ফেরদৌস শেখ (ম্যানেজমেন্ট স্টাডিজ, ২০২০-২১ সেশন)
  • শাহিন মিয়া (ইতিহাস বিভাগ, ২০২০-২১ সেশন)
  • অপু মুন্সি (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০২২-২৩ সেশন)

তাদের তিন দফা দাবি হলো—
১. সম্পূরক বৃত্তি কার্যকর করার সময়সীমা স্পষ্ট করা।
২. কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুযোগ-সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: