ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বুধবার বিকেলে উত্তরা আজমপুরে ঢাকা-১৮ নির্বাচনী গণসমাবেশে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, “জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। স্বৈরতন্ত্র দূর করার জন্য তারা জীবন দিয়েছে। তাদের স্বপ্ন পূরণে পিআর পদ্ধতিতে নির্বাচন বাধ্যতামূলক করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার মাথা তুলতে না পারে।”
সমাবেশে চরমোনাই পীরের বক্তব্য:
- জুলাই সনদের আইনি স্বীকৃতি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
 - জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে
 - জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
 - রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে
 
এসময় তিনি ইসলামী আন্দোলনের ঢাকা-১৮ আসনের প্রার্থী আলহাজ মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা-১৮ আসন হাতপাখা প্রতীক জাতীয় নির্বাচন ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর পিআর পদ্ধতিতে নির্বাচন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: