অধিকার পত্র ডটকম:
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীম রাজধানীতে গণসমাবেশে বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘‘দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণ আর অতীতের শাসনব্যবস্থায় ফিরতে চায় না।’’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘‘গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি, লুটপাটসহ সব অপকর্মের বিচার করতে হবে। তাদের সহযোগী ১৪ দলেরও বিচারের আওতায় আনা জরুরি।’’
তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে, যাতে একটি ন্যায়ভিত্তিক ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়।’’
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি হাম্মাদ বিন মোশাররফ এবং ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ।
গণসমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই বিপ্লব বাংলাদেশ মৌলিক অধিকার আদায় রেজাউল করীম বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: