
আইপিইউ সম্মেলনে যোগ দিতে ১৪ সদস্যের প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৮ সম্মেলনে যোগ দিতে চিফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল আজ সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে ১৩ জন সংসদ সদস্য এবং ৫ জন সহায়ক কর্মকর্তা রয়েছেন।
আগামীকাল থেকে ২৮ মার্চ পর্যন্ত জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধিদল জোরালোভাবে তুলে ধরবে। এ সমস্যা মোকাবেলায় মিয়ানমারকে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের।
চিফ হুইপের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, ডা. দীপু মনি, মো. হাবিবে মিল্লাত, এইচ.এম ইব্রাহীম, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব, এ.কে এম রেজাউল করিম তানসেন, বেগম রওশন আরা মান্নান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার।
এছাড়াও যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানম, উপ-সচিব মো. রফিকুল ইসলাম, চিফ হুইপের একান্ত সচিব মো. আকবর হোসেন, সহকারী বিতর্ক সম্পাদক মো. মাহাবুুবুর রহমান সাচিবিক সহায়তা প্রদানের জন্য সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: