ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
মেক্সিকোর গোলযোগপূর্ণ ভেরাক্রুজ রাজ্যে বুধবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

মেক্সিকোর ভেরাক্রুজে গুলি করে সাংবাদিক হত্যা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ মার্চ ২০১৮ ২১:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ মার্চ ২০১৮ ২১:৪৭

মেক্সিকোর ভেরাক্রুজে গুলি করে সাংবাদিক হত্যা

কোটজাকোয়ালকোস (মেক্সিকো) মেক্সিকোর গোলযোগপূর্ণ ভেরাক্রুজ রাজ্যে বুধবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
সাংবাদিকদের একটি রক্ষা কমিটি একথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাজ্যটিতে প্রায়ই মাদক সংক্রান্ত সহিংসতা ঘটে।
সাংবাদিকদের সহায়তা ও রক্ষাকারী সংস্থা স্টেট কমিশন জানায়, লিওবার্ডো ভ্যাজকুয়েজ আতজিন নামের ওই সাংবাদিককে পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।
কমিটির সভাপতি অ্যানা লরা পেরেজ বলেন, ভ্যাজকুয়েজ আতজিনকে প্রাণনাশের হুমকি দেয়ার কোন খবর তারা পাননি।
কিন্তু আতজিনের সহকর্মীরা জানান, অপরাধীরা প্রায়ই তাকে হুমকি দিত।
আতজিন গত বছরের শেষ পর্যন্ত পোজা রিকা শহরে ওপিনিয়ন পত্রিকায় কাজ করতেন।
পেরেজ বলেন, সম্প্রতি তিনি এনলেস ইনর্ফোম্যাটিভো রিজিওনাল নামের একটি সংবাদ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।
গণমাধ্যম পরামর্শকারী সংস্থা আর্টিকুলো ১৯ জানিয়েছে, ২০১৭ সালে মেক্সিকোয় ১২ সাংবাদিককে হত্যা করা হয়েছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়।
এর মধ্যদিয়ে মেক্সিকো বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে পরিচিতি পেল।
দেশটির ভেরাক্রুজ সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্য। এখানে ২০ জনের মতো সাংবাদিককে হত্যা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: