ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

গলাচিপায় প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৫ ২১:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৫ ২১:৪৬

অধিকারপত্র ডটকম ডেস্ক রিপোর্ট 

তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয় আর নেই। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওঁ শান্তি। তার মৃত্যুতে গলাচিপা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষকতা, সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য। এলাকায় তিনি একজন শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির জন্য তিনি সহকর্মী, শিক্ষার্থী, প্রশাসন এবং এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধাভাজন ছিলেন।

শোক প্রকাশ

তাঁর মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,

 "সমিত কুমার দত্ত মলয় ছিলেন আমাদের অভিভাবকতুল্য একজন মানুষ। তার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের সাংবাদিক ও সমাজসেবককে হারালাম।"

শিক্ষাঙ্গনে শোক

তেতুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,

 "স্যার ছিলেন আমাদের বন্ধু ও পথপ্রদর্শক। তার মতো শিক্ষক আর কবে পাবো, জানি না।"এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।





আপনার মূল্যবান মতামত দিন: