ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৯:০৯

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৯:০৯

ঢাকা, ২৮ সেপ্টেম্বর:

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সিটিটিসির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

তবে, গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষ হলে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গিয়াস উদ্দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করে তাকে গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: