odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 23rd November 2025, ২৩rd November ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ২২:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ২২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকারের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত পড়ুন অধিকারপত্র ডটকমে।

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত।

শিক্ষক ও প্রশাসনের বক্তব্য

আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হলে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করে।

তিনি আরও বলেন, কক্ষে চারজন অবস্থান করছিলেন— দুজন শিক্ষার্থী ও দুজন বহিরাগত। বহিরাগতদের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়।

প্রক্টরিয়াল টিমের ব্যবস্থা

সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, তাদের আটক করে প্রক্টর অফিসে আনা হয়। পরে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে জড়াবে না বলে মুচলেকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অবস্থান

প্রশাসনের দাবি, মাদক বিরোধী কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: