
মুন্সীগঞ্জ জেলার, সিরাজদিখান উপজেলাধীন মধ্যপারা ইউনিয়ন এর সুপ্রসিদ্ধ
চাষাবাদী জমি মাহফিল হওয়ার কার যানতে চাওয়া হলে যুবসমাজের কর্ম কর্তা মাননীয় সড়ক ও সেতুমন্ত্রি র বেক্তিগত সহকারী মোঃ সুমন জানান আামাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সীগঞ্জ ১ আসনের গনমানুষের নেতা মহিউদদিন আহমেদ বর ভাই মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ভাউকে গতবছর কথাদেয় এবাং সেই মোতাবেক বরাদ্দকৃত ও পরদান করে কিনতু কবরস্থান এর কাজ জরুরী বিধায় আমাদর মেম্বর ওই বরাদ্দকৃত চাউল এলাকার গম্যমান্য ব্যাকতি বর্গের পরামর্শ ক্রমে কবরস্থান সংকার এর কাজে লাগয় মহিউদদিন চেয়ারম্যান বিষয় টি জানার পর তিনি বলেছন মসজিদ ও কবরস্থান উভয় ভালো কাজ, আমিতো ঈদগাহ র মাটি ভরাট করতে দিয়েছিলাম! থাক পলাশ আমাকে বিষয়টি বলেছে আমি ওকে কথা দিয়েছি এবছর মাটি ভরাটের ব্যাবস্থা করবো
যুব সমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন দেশবরেণ্য আলেম বাহেরকুচি গ্রামের কৃতি সন্তান পিরে কামেল "আলহাজ্ব হজরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব, মুহাদ্দিস গওহর ডাঙ্গা মাদ্রসা। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ইসলামী চিন্তাবিদ,আলহাজ্ব হাফেজ হ মাওলানা মুফতি ফারুক আহমেদ জাবেদি সাহেব , খতিব বাইতুল আামান জামে মসজিদ, নারায়ানগঞ্জ।
আপনার মূল্যবান মতামত দিন: