odhikarpatra@gmail.com ঢাকা | শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের নেত্রীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জুনিয়র ছাত্রের

odhikarpatra | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ২৩:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়

ঢাকা, ১ অক্টোবর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত রায় অভিযোগ করেছেন, যে তাকে র‌্যাগ এবং মানসিক নির্যাতনের শিকার করা হয়েছে। অভিযুক্তরা হলেন একই বিভাগের চতুর্থ বর্ষের ঐশী সরকার (ফজিলাতুন্নেছা হলের সহ-সভাপতি) এবং তৃতীয় বর্ষের প্রমা রাহা (সহ-সাধারণ সম্পাদক)। ঘটনা ঘটেছে ২৭ আগস্ট, চূড়ান্ত পরীক্ষা চলাকালীন সময়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কিছু সিনিয়র শিক্ষার্থী পরীক্ষার সময় তাকে ও সহপাঠীদের বাধ্য করে গ্যালারিতে নিয়ে যান এবং অপমানজনক মন্তব্য করেন। প্রার্থীরা প্রশাসনের কাছে ন্যায্য ব্যবস্থা চাইছেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ পেয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: