odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

সীতাকুণ্ডে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ১৩:০৭

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ১৩:০৭

অধিকার পত্র ডেস্ক 

চট্টগ্রাম, ৪ অক্টোবর ২০২৫  —
সীতাকুণ্ড থানায় দায়ের করা এক ঘৃণ্য ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় প্রধান পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী ওমর ফারুক (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭

গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ঢালীর ঘাট বাজার এলাকা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর.এম মোজাফফর হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

ওমর ফারুক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার বাসিন্দা। র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী তাঁর অভিযোগ দায়ের করায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়। মামলায় একাধিক আসামি জড়িত। ওমর ফারুক প্রধান পরিকল্পনাকারী হিসেবে এবং সরাসরি অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত।

বর্তমানে ওমর ফারুককে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: