
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক।” আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ববরণকারী প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বহু বছর যাবত আমি প্রবাসে আছি, থাকতে বাধ্য হচ্ছি। গত জুলাইসহ বিগত ১৭ বছরে আমাদের দলেরসহ বহু মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন। সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার আদায়ে হোক। এসব আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন।”
তারেক রহমান বলেন, “এনাফ ইজ এনাফ। অনেক আন্দোলন হয়েছে। এবার আমরা সকল মতভেদ ভেদাভেদ ভুলে সকলে একটা জায়গায় আসি। আমরা বহুদলীর গণতন্ত্রে বিশ্বাস করি। বিভিন্ন দল থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে কিন্তু সেই ঝগড়া ফ্যাসাদ কমিয়ে ফেলি।”
তিনি বলেন, “শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। পরিবারই হলো শিশুর প্রথম স্কুল, তাই সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: