odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৫২.৫৭ শতাংশ

odhikarpatra | প্রকাশিত: ১৬ October ২০২৫ ১৯:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ October ২০২৫ ১৯:৪৪

চট্টগ্রাম, ১৬ অক্টোবর ২০২৫:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫২.৫৭ শতাংশ। গত বছর এই হার ছিল প্রায় ৭০ শতাংশ, ফলে এ বছর পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ।

চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, মোট এক লাখ দুই হাজার ৯৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৮.৯৫ % এবং মেয়েদের ৫৫.৪৯ %— যা স্পষ্টভাবে দেখায় মেয়েরা এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

বিভাগ অনুযায়ী দেখা যায়,

বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ, ৭৮.৭৫ %,

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৩০ %,

আর মানবিক বিভাগে সবচেয়ে কম, মাত্র ৩৭.০৮ %।

জেলা ভিত্তিক ফলাফলে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ %,

চট্টগ্রাম জেলার উপজেলাগুলোয় ৪৩.৬৩ %,

রাঙামাটিতে ৪১.২৪ %,

খাগড়াছড়িতে ৩৫.৫৩ %,

বান্দরবানে ৩৬.৩৮ %,

এবং কক্সবাজারে ৪৫.৩৯ % পাসের হার রেকর্ড হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “আমরা ফলাফল বিশ্লেষণ করছি। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা কম পাওয়ায় তাদের ফলাফলে পার্থক্য দেখা যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাপ্রসার কর্মসূচি জোরদার করা হবে।”

এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকটি বিষয়ে পুনঃনির্ধারিত তারিখে পরীক্ষা নিতে হয়।



আপনার মূল্যবান মতামত দিন: