
ফ্রান্সের জিম্মি রক্ষায় এগিয়ে আসা পুলিশের মৃত্যু
প্যারিস,: ফ্রান্সে এক জিম্মিকে রক্ষায় এগিয়ে আসা পুলিশ সদস্য মারা গেছেন। এক বন্দুকধারী জিহাদি ওই ব্যক্তিকে জিম্মি করেছিল। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন।
শনিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কোলোম্ব একথা বলেন। খবর এএফপি’র।
মন্ত্রী তার টুইটাওে লেখেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আরনাউড বেল্টরেম মারা গেছেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্রান্স তার এই বীরত্বগাঁথা কখনোই ভুলবে না।’
আপনার মূল্যবান মতামত দিন: