
নিজস্ব প্রতিবেদন | অধিকারপত্র ডটকম
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩১ অক্টোবরের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদে সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সুপারিশের আলোকে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।”
রিজওয়ানা হাসান আরও বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত সময় আছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এনসিপি সনদে স্বাক্ষর করতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তাও দেওয়া হবে।”
তিনি জানান, সরকারের সঙ্গে এনসিপির আলোচনায় সনদে স্বাক্ষর না করার বিষয়টি ‘ভিত্তিহীন গুজব’।
“এনসিপি সরকারবিরোধী নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনে অংশ নিতে চায়,”— যোগ করেন তিনি।
অগ্নিকাণ্ড ও সেন্টমার্টিন প্রসঙ্গেও মন্তব্য:
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”
একইসঙ্গে তিনি জানান, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যেতে ও রাতযাপন করতে পারবেন। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: