
রাজশাহী, ২১ অক্টোবর ২০২৫ (অধিকারপত্র ডটকম)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের তিন দাবি:
১️⃣ শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক বিজ্ঞপ্তি সংশোধন
২️⃣ ইন্টার্নশিপ ভাতা চালু
৩️⃣ বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানকে টেকনিক্যাল ক্যাডারে অন্তর্ভুক্ত করা
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগ প্রতিষ্ঠার ১০ বছর পরও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। ইন্টার্নশিপের সময় ঢাকায় অবস্থান করতে হয় বলে অর্থনৈতিকভাবে তারা চরম কষ্টে পড়েন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা জেবিন বলেন,
“আমাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ইন্টার্নশিপের সময় ঢাকায় থেকে খরচ চালানো খুবই কঠিন। ভাতা চালু হলে এই কষ্ট কিছুটা কমবে।”
অন্যদিকে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন আলী অভিযোগ করে বলেন,
“নিয়োগ সার্কুলারে আগে শুধু চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য শর্ত ছিল। কিন্তু বর্তমান চেয়ারম্যান তা পরিবর্তন করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করেছেন। ফলে আমাদের কেউ নিয়োগ পাননি।”
শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
তবে এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এনামুল হকের মন্তব্য জানা যায়নি, কারণ তার ফোনে বারবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছ
আপনার মূল্যবান মতামত দিন: