
খুলনা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে শুরু হয়েছে চারদিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন মোট ৯৫ জন শিক্ষার্থী, যেখানে প্রদর্শিত হচ্ছে ১২০টি মননশীল শিল্পকর্ম। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং এটি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী, চারুকলা স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
অনুষ্ঠানে অ্যালামনাই তপু দাসের বাঁশির সুরে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। সঞ্চালনা করেন অর্পণ রায় ও ফারিহা তাসনিম। এ সময় শিল্পী মো. সাইফুল্লাহ আবিরকে ‘শিল্পী শশিভূষণ পাল গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় এবং বিভিন্ন সেমিস্টারের কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।
পরে উপাচার্য শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি প্রদর্শনী পরিদর্শনকালে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পচর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “শিল্পচর্চা মানুষের মনন ও সমাজবোধকে সমৃদ্ধ করে। এই প্রদর্শনী শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের এক সুন্দর প্ল্যাটফর্ম।”
আপনার মূল্যবান মতামত দিন: