odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

বাড়িভাড়া বাড়লো এমপিও শিক্ষকদের, শ্রেণিকক্ষে ফিরবেন নবউদ্যমে—আশা প্রধান উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৫ ২৩:৫৪

ঢাকা | সোমবার, ২১ অক্টোবর ২০২৫

 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে আগামী বছরের জুলাই মাসে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, “এ সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আমি আশা করি।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকার ধাপে ধাপে কাজ করছে। এখনই ২০ শতাংশ বাড়ানো সম্ভব নয়, তবে এ সিদ্ধান্ত শিক্ষকদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন।”

প্রধান উপদেষ্টা গত কয়েকদিন ধরে শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদপরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। তিনি তাঁদের ‘অক্লান্ত পরিশ্রম ও ইতিবাচক ভূমিকার’ জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, “শিক্ষকরা এখন নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে আরও নিবেদিতভাবে কাজ করবেন।”



আপনার মূল্যবান মতামত দিন: