ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিলেন

দুর্গমগিরি’ অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।:মোঃ ওয়াকিল উদ্দিন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ মার্চ ২০১৮ ০৭:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৮ ০৭:২৩

 স্বাধীনতার পর দেশে ফিরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিলেন। কিন্তু মাত্র তিন বছরের মধ্যেই ৭৫ এর ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে সবকিছু পাল্টে যেতে থাকে। এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকার গঠনের পর বেশকিছু উন্নয়নমূলক কাজ হয়েছিল, যা আবার থেমে থাকে ২০০৮ পর্যন্ত। আর এখন ২০১৮ তে এসে খুবই তৃপ্তির সাথে উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে ‘উন্নয়ন’ কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তা অব্যাহত রাখার বিষয়টি বাধা-বিপত্তির ‘দুর্গমগিরি’ অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম-আয়ের দেশে পরিণত হবে, এটাই জাতির প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের মাধ্যমেই দেশবাসী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। একইভাবে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। গত জানুয়ারি মাসে সরকারের চার বছর পূর্তিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়নটা হচ্ছে সার্বিকভাবে সব জনগণের জন্য। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষের জন্য। আমরা প্রতিটি গ্রামকে দারিদ্র্যমুক্ত করতে চাই; চলাফেরার জন্য রাস্তাঘাট উন্নত করতে চাই। উন্নয়ন মানে হচ্ছে জনগণের উন্নয়ন। গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন। এই উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে (দেশকে) বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে।’

শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশে ২০০৫-০৬ অর্থবছরে ৫৪৩ ডলারের মাথাপিছু আয়ের দেশটির মাথাপিছু আয় এখন ১ হাজার ৬১০ ডলার। ২০০৫-০৬ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল সাড়ে ৪১ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশে; আর অতিদারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ২৩ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে ১২ শতাংশে। প্রধানমন্ত্রী তার বছর পূর্তির ভাষণে বলেছেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫-১৬ শতাংশে এবং অতিদারিদ্র্যের হার ৭-৮ শতাংশে নামিয়ে আনা।’

একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে শেখ হাসিনা



আপনার মূল্যবান মতামত দিন: