odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকারদের মিছিলে শিক্ষার্থীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

odhikarpatra | প্রকাশিত: ২৮ October ২০২৫ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ২৮ October ২০২৫ ০০:০১

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার)


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হকার ও গৃহহীন মানুষের মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত ছিলেন কি না—তা খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহকারী প্রক্টরদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “রবিবার প্রক্টর অফিসে বৈঠক করে আমরা একটি প্যানেল গঠন করেছি। আমাদের লক্ষ্য হলো—কোনো শিক্ষার্থী বাহিরের লোকজনকে উস্কানি দিয়েছে কিনা তা খুঁজে বের করা।”

প্রশাসন ও সংশ্লিষ্টদের বক্তব্য:
প্রক্টর আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিজস্ব আন্দোলন করার অধিকার আছে, তবে যদি তারা বাইরের মানুষ এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে, তবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।”

গত শনিবার ডুসু নির্বাচিত প্রতিনিধি ও প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হকার ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালায়। এসময় কিছু বামধারার শিক্ষার্থী অভিযোগ করেন, অভিযানের সময় কয়েকজনকে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে তারা উচ্ছেদকৃত হকারদের প্রতি সংহতি জানিয়ে একটি মিছিলে যোগ দেন।

এই ঘটনার প্রতিবাদে ডুসুর সমাজকল্যাণ সম্পাদক এবি সুবায়ের, সদস্য সর্ব মিত্র চাকমা, সূর্য সেন হলের সহ-সভাপতি আজিজুল হকসহ কয়েকজন শিক্ষার্থী প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাত সাড়ে ১১টার দিকে তারা সহকারী প্রক্টরদের সঙ্গে বৈঠক করেন ও রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দেন।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন — সহকারী প্রক্টর এ কে এম নুর আলম সিদ্দিকী, শান্তু বড়ুয়া ও মো. আমজাদ।



আপনার মূল্যবান মতামত দিন: