অধিকার পত্র ডটকম
রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: তদন্তে উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তর; সহায়তাকারী শিক্ষার্থীদের প্রতি জরুরি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী মোসা. সায়মা হোসেন-এর আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে এই শিক্ষার্থীর মৃতদেহ রাবির শহীদ মিনার এলাকা থেকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীকে উদ্ধারের পর দ্রুত রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্তে জরুরি সহযোগিতা আহ্বান
আজ, ২৯ অক্টোবর, ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তদন্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সেই সকল শিক্ষার্থীদের প্রতি জরুরি ভিত্তিতে সহযোগিতা কামনা করা হয়েছে, যারা ২৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থী মোসা. সায়মা হোসেনকে শহীদ মিনার চত্বর থেকে উদ্ধার করে রাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২৫ তারিখে সকাল ১১টায় উপ-উপাচার্য (একাডেমিক)-এর দপ্তরে তদন্ত কমিটির সাথে সাক্ষাত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, সাক্ষাতের পূর্বেই তাদের নাম, বিভাগ ও মোবাইল ফোন নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরে ০১৭৬২-২০৬৯৭০ পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
উপ-উপাচার্য (একাডেমিক)-এর দপ্তর থেকে বিষয়টি 'জরুরি' বলে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীর এই আকস্মিক মৃত্যুতে বিভাগ ও সহপাঠীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই জরুরি তথ্যের মাধ্যমে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।

আপনার মূল্যবান মতামত দিন: