নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের আইন অবশেষে পাস হয়েছে। গত সোমবার রাষ্ট্রপতি এতে অনুমোদন দেন, আর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন এক অধ্যায় সূচিত হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আন্দোলনের ছবিসহ পোস্ট দিয়ে নিজেদের সার্থকতা প্রকাশ করছেন।
প্রায় ১৭ বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এতদিন ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পর্যন্ত করেছেন। তাদের দাবি ছিল— নির্বাচনের আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়ন। অবশেষে সেই আন্দোলনের ফসল হিসেবেই এসেছে এই অনুমোদন।
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আমিন আল আমিন বলেন, “এটি শিক্ষার্থীদের জন্য খুশির সংবাদ। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হোক। তবে বিতর্কিত শিক্ষকদের এই প্রক্রিয়ায় যুক্ত করা হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবিলম্বে সব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা জরুরি।”
বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও অনশনকারী শিক্ষার্থী এসএম আশিকুর রহমান বলেন, “এই আইন আমাদের ত্যাগ ও আন্দোলনের ফসল। আমরা চাই নভেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হোক।”
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাকিব মুরাদ বলেন, “ছাত্র সংসদ শুধু ভোট নয়, এটি নেতৃত্ব ও মতপ্রকাশের মঞ্চ। এটি শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম। তাই দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”
অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দীন খালেদ বলেন, “এই আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হলো।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “রাষ্ট্রপতির অনুমোদনের পর আমরা এখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। নির্ধারিত সময়ের আগেই আইন পাস হয়েছে—এটি আনন্দের। আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।”
তিনি জানান, খুব শিগগিরই নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণাসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।

আপনার মূল্যবান মতামত দিন: