 
                                জুলাই–২০২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেকসাসের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মো. সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন—
যুগ্ম আহ্বায়ক:
- ইসমাইল সরদার (বাংলা এডিশন)
- আব্দুর রহমান (এনপিবি নিউজ)
- আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ)
- সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)
সদস্য:
- মো. সাকিবুল হাসান (একাত্তর টিভি)
- আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪)
- মো. নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি)
- জান্নাতুন নেছা বুশরা (এনবিবি)
- মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা)
- মো. তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ)
- মো. রাকিব হাসান (আজকের পেপার)
নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের কাঠামো শক্তিশালী করা, সদস্য পুনর্গঠন করা এবং নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।
বার্তা প্রেরক:
মো. সাঈদুর রহমান
সদস্য সচিব, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)
মোবাই

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: