নিজস্ব প্রতিবেদক
সিলেট | ২ নভেম্বর ২০২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)-এর কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন কমিশন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে একযোগে চারজন শিক্ষক পদত্যাগ করেছেন। রবিবার উপাচার্য বরাবর পাঠানো চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন—
- অধ্যাপক জি এম রবিউল ইসলাম (খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ)
- অধ্যাপক মো. আশরাফ সদ্দিকী (লোকপ্রশাসন বিভাগ)
- অধ্যাপক রেজোয়ান আহমেদ (গণিত বিভাগ)
- অধ্যাপক মোহাম্মদ মনযুর-উল-হায়দার (নৃবিজ্ঞ্যান বিভাগ)
গঠন অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য সর্বোচ্চ সাত সদস্যের একটি কমিশন গড়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর তেরো সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করেছে। সেই নিয়েই বিশ্ববিদ্যালয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিন সংশ্লিষ্ট দায়িত্ব থেকে চার শিক্ষক একযোগে পদত্যাগ করায় নতুন করে অস্থিরতাও তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির জানিয়েছেন, ‘‘শিক্ষকবৃন্দের চিঠি পেয়েছি, তবে উপাচার্য এখনও সেটি দেখেননি।’’
সহ–উপাচার্য মো. সাজেদুল করিম First আলোকে বলেন, ‘‘নির্বাচন কমিশনের সংখ্যা নিয়ে উপাচার্য একটি সংশোধনী দিয়েছেন—সাত নয়, ১৩ সদস্য হতে পারে। এটি আগামী সিন্ডিকেট সভায় আলোচনায় উঠবে।’’
অধ্যাপক রেজোয়ান আহমেদ বলছেন, ‘‘আমাদের চিঠিতে rõপেয়েছে যে আমরা আর কাজ করতে ইচ্ছুক নই।’’
তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানিয়েছেন, তিনি পদত্যাগের বিষয়টি এখনো নিশ্চিত নন‘এই সপ্তাহে অংশীজনদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ প্রকাশের চেষ্টা করছি।’’

আপনার মূল্যবান মতামত দিন: