odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫
৩৬ বছর পর নির্বাচিত চাকসু নেতাদের প্রথম সভা — ছাত্রকল্যাণে বড় ঘোষণা!

চাকসুর ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৩ November ২০২৫ ২২:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩ November ২০২৫ ২২:৫৭

অধিকার পত্র ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চাকসুর সভাপতি ও চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। প্রায় ৩৬ বছর পর সুষ্ঠু ও সফলভাবে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবেন। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে হল বরাদ্দ থেকে শুরু করে নতুন হল নির্মাণ—সব ক্ষেত্রে অগ্রগতি চলছে। চাকসু প্রতিনিধিদের সহযোগিতায় আরও উন্নয়ন হবে।”

প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কমিটি গঠন হবে। প্রতিটি কমিটিতে চাকসুর প্রতিনিধিরা থাকবে।”

সভায় ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “দীর্ঘ তিন যুগ পর নির্বাচন আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে চাকসুর নেতারা সর্বদা সহযোগিতা করবে।”

সভায় আবাসন সমস্যা, যাতায়াত, খাবারের মান উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকায়ন, নিরাপত্তা, অ্যাম্বুলেন্স বৃদ্ধি, সেশনজট নিরসন, ক্যাম্পাস ইন্টারনেট উন্নয়ন, অনলাইন রেজাল্ট, চাকসু ভবন সংস্কার, অফিসিয়াল পেজ পরিচালনা, টিএসসি নির্মাণসহ নানাবিধ বিষয় আলোচনা হয়।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব সভাটি সঞ্চালনা করেন। বিভিন্ন বিভাগের সম্পাদক, সহ-সম্পাদক ও নির্বাহী সদস্যরা আলোচনায় অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: