odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

চবি ফিশারিজ বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৪ November ২০২৫ ২৩:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৪ November ২০২৫ ২৩:৪৬

অধিকার পত্র ডেস্ক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিশারিজ বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাতে বিভাগীয় ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল আজম খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মাত্র তিনজন শিক্ষক বিভাগের একাডেমিক কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করছেন—এটি প্রশংসনীয়। বিভাগে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির জন্য ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় অনিয়ম ও দুর্নীতি বিস্তারের চেষ্টা হয়েছিল। আমরা দায়িত্ব নেয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ পুনঃস্থাপন করেছি। এখন গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম জোরদার হয়েছে এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।”

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “নিজেদের হীনমন্যতায় ভুগবে না। বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা তোমাদের আছে। নিজেদের আন্তর্জাতিক মানের ফিশারিজ শিক্ষার্থী হিসেবে তৈরি করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, দেশের মৎস্য খাতে অধিকতর ভূমিকা রাখার সুযোগ রয়েছে ফিশারিজ শিক্ষার্থীদের। অর্জিত জ্ঞান দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আরেক বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষক ও জনবল সংকটসহ বিভাগের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন কাজ করছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল আজম খান। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল আলম (শাহীন)।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন নুসরাত জাহান ঐশী ও আবরার আলী। পরে অতিথি ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী হাসনাত জামান প্রান্ত ও দ্বীপায়ন ঢালী।


l


আপনার মূল্যবান মতামত দিন: