odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫
ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান জাতিসংঘ মহাসচিব অন্টোনিও গুতেরেস মঙ্গলবার সৌদি যুবরাজের প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সৌদি যুবরাজের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ March ২০১৮ ২৩:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ March ২০১৮ ২৩:৩৪

ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), জাতিসংঘ মহাসচিব অন্টোনিও গুতেরেস মঙ্গলবার সৌদি যুবরাজের প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনে মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘকে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে। 
খবর এএফপি’র।
গুতেরেস মানবিক সহায়তার জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান। তিনি মানবিক সহায়তার পাশাপাশি ইয়েমেন যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি আহ্বান জানান।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
রিয়াদ জানিয়েছে, জোট আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জোট আন্তর্জাতিক আইনটির প্রতি শ্রদ্ধাশীল।
এ পর্যন্ত ইয়েমেনে এই যুদ্ধে দেশটির প্রায় ১০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: