চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে অর্জিত সব উপার্জন খুলনায় জমি কেনায় বিনিয়োগ করেছিলেন্
ঢাকা, শনিবার (২২ নভেম্বর ২০২৫)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ফের আলোচনায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এবার তিনি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে পপি জানান, তাঁর চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছেন। গত ১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেনের মৃত্যুসংবাদ পাওয়ার পর খুলনায় যাওয়ার প্রস্তুতি নিলে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
পপি বলেন,
“খবর পাওয়ার পর খুলনায় যেতে চেয়েছিলাম। কিন্তু বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায়, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।”
জমি নিয়ে বিরোধের অভিযোগ
পপি দাবি করেন, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। দলিল থাকা সত্ত্বেও এখনো জমি বুঝিয়ে দেওয়া হয়নি। বরং জমিতে গেলে বারবার বিভিন্ন ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
এই বিষয়ে পূর্বেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানান তিনি। সাম্প্রতিক ঘটনার পর এবার দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পপি আরও বলেন,
“আগের সরকারে আওয়ামী লীগের কিছু নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছিল। এখন বিএনপির কিছু নেতার সঙ্গে সখ্যতা গড়ে একই হুমকি-ধমকি দিচ্ছে তারেক। খুলনায় গেলে জীবিত ফিরব না—এ কথা পর্যন্ত বলেছে।”
অভিযোগ অস্বীকার করলেন তারেক আহমেদ চৌধুরী
যোগাযোগ করা হলে তারেক আহমেদ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন,
“দুই দিন আগে আমার শ্বশুর মারা গেছেন। এমন সময়ে মন ভালো নেই। পপির সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট। আমি তার পরিবারের তেমন কেউ নই। তার মা ও বোনের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে।”
এর আগে চলতি বছরের জুলাইয়ে তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছিলেন পপির চাচা মিয়া বাবুল হোসেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও পপির বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগে তাঁর বোন সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন।
সাম্প্রতিক কাজ
গত মাসে পপির অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পায়। ২০১৯ সালের পর তিনি নিয়মিত ছিলেন না। একসময় পুরোপুরি আড়ালেও চলে যান। নতুন সিনেমায় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেও জানিয়েছেন পপি।
প্রসঙ্গত, গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পপির—যা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে।

আপনার মূল্যবান মতামত দিন: