odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 23rd November 2025, ২৩rd November ২০২৫
কুবিতে জমজমাট নবীনবরণ! ডিবেটিং সোসাইটির প্রশিক্ষণ কর্মশালায় নবীনদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৫ ২৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৫ ২৩:১৪

লোকেশন ও তারিখ:

কুমিল্লা, ২২ নভেম্বর ২০২৫


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বিতার্কিকদের বরণ এবং বিতর্কের প্রাথমিক ধারণা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে নবীনদের বিতর্ক অঙ্গনে আকৃষ্ট করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, “নবীন শিক্ষার্থীদের বিতর্ক চর্চা সুদৃঢ় করতে এবং সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতেই আমাদের এই আয়োজন। তাদের উৎসাহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও পেশাদার বিতার্কিক গড়ে তুলতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।”

সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, “নবীনরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিভিন্ন সংগঠনের দিকে ঝোঁকে। তাদের বিতর্ক অঙ্গনে যুক্ত করতে এবং পরিচিতি ঘটানোর উদ্দেশ্যেই আজকের এই কর্মশালা। এখানে তারা বিতর্ক সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে এবং বিতর্ক সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবে, যা তাদের ভবিষ্যৎ বিতর্ক যাত্রার ভিত্তি তৈরি করবে।”

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি ও বর্তমান সভাপতি সাদিয়া আফরিন।

✍️ প্রতিবেদন: শাহরিয়ার হাসান জুবায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে নবীনবরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কে আগ্রহ বাড়াতে এবং দক্ষতা উন্নয়নে গৃহীত এ আয়োজন নবীনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: