
মিসরের সিনাই উপত্যকায় গত সপ্তাহে আইএস(ইসলামিক স্টেট) বিরোধী অভিযানকালে ছয় জিহাদি ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। সেনা সূত্রে এ কথা জানা গেছে।
খবর এএফপি’র।
আবদেল ফাত্তাহ আল সিসি সম্প্রতি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী তিন মাসের মধ্যে সিনাই উপত্যকা থেকে আইএস জিহাদিদের নির্মূলের ঘোষণা দেন।
এর প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে সিনাই উপত্যকায় ব্যাপক অভিযান শুরু হয়।
সেনা মুখপাত্র তামের রিফাই বার্তা সংস্থাকে বলেন, সিনাই এলাকার অত্যন্ত বিপদজনক জঙ্গি আস্তানায় সৈন্যরা অভিযান চালিয়ে ছয় আইএস জঙ্গিকে হত্যা করেছে।
অভিযানকালে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়।
সেনা বাহিনীর সদস্যরা অভিযানকালে পাঁচশ’ তালিকাভুক্ত অপরাধীকে গ্রেপ্তারেও সক্ষম হয়েছে।
সরকারি হিসেব মতে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সিনাই উপত্যকায় ১শরও বেশি জিহাদি ও ২২ সেনা সদস্য নিহত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: