odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা: তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের আবেগ

১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, শেরেবাংলা নগরে আবেগঘন মুহূর্ত

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫২

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জিয়ারতের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর বাবার কবরের সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে তিনি সূরা ফাতিহা পাঠ করেন।

এ সময় বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মাজার প্রাঙ্গণে জড়ো হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টিত বাসে করে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। লাল-সবুজে সাজানো বাসটির নাম ছিল ‘সবার আগে বাংলাদেশ’। বাসের সামনে দাঁড়িয়ে তিনি পথজুড়ে জড়ো হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন।

তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীর সমাগম ঘটে। তারা ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা হাতে স্লোগান দেন—
‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’।

নেতা-কর্মীরা বলেন, এটি শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়; বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। তাদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।

শেরেবাংলা নগর এলাকায় এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়। পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত।

মাজার জিয়ারত শেষে বিকেল ৫টা ৫ মিনিটে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।



আপনার মূল্যবান মতামত দিন: