ঢাকা | ২৭ ডিসেম্বর ২০২৫
গ্লোবাল টিভি বাংলাদেশের আলোচিত অ্যাংকর ও হেড অব নিউজ নাজনীন মুন্নীর টকশো বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। নাজনীন মুন্নীর দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম ব্যবহার করে একদল তরুণ তাকে চাকরি ছাড়তে চাপ দেয় এবং শো বন্ধ না করলে অফিসে আগুন দেওয়ার হুমকি দেয়।
২১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত গ্লোবাল টিভির কার্যালয়ে গিয়ে ৭–৮ জন যুবক এই হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। তারা প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনার উদাহরণ টেনে ভয় দেখায়।
শো বন্ধ হওয়ার পেছনের প্রেক্ষাপট
নাজনীন মুন্নী জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ‘অখ্যাত পত্রিকায়’ গুজব ছড়ানো হচ্ছিল এবং সেই লিংক চ্যানেলের চেয়ারম্যানের কাছে পাঠানো হচ্ছিল। একাধিকবার ফোন করে তার শো বন্ধের দাবি জানানো হয়।
তিনি বলেন, “দুই মাস শো করেছি, তারপর বন্ধ। আবার এক সপ্তাহ চালু, আবার বন্ধ। যুক্তরাষ্ট্র সফর শেষে ১৭ ডিসেম্বর দেশে ফিরে আসার পর আর শো করতে দেওয়া হয়নি।”
নাজনীন মুন্নীর বক্তব্য
নাজনীন মুন্নী বলেন,
“আমাকে সরাসরি কেউ কিছু বলেনি, কিন্তু অফিসে এসে হুমকি দিয়ে গেছে। বলা হয়েছে চাকরি না ছাড়লে অফিস পুড়িয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“আমার বিরুদ্ধে উদ্ভট গল্প বানিয়ে চেয়ারম্যান স্যারের কাছে পাঠানো হয়েছে। যুক্তি দিয়ে শো বন্ধ করার মতো কিছুই ছিল না। শুধু বলা হয়েছে—‘ঝামেলা হচ্ছে’।”
তার দাবি, এমডি ও চেয়ারম্যান শুরুতে তার পাশেই ছিলেন, তবে সাম্প্রতিক সহিংস ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তারা আর চাপ সামলাতে পারেননি।
অফিসে হুমকির ঘটনা
২১ ডিসেম্বর সন্ধ্যায় গ্লোবাল টিভির এমডির কক্ষে ৭–৮ জন ব্যক্তি প্রবেশ করে নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখার সদস্য পরিচয় দেন। তারা নাজনীন মুন্নীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে চাকরি থেকে বাদ দেওয়ার দাবি জানান বলে অভিযোগ।
নাজনীন মুন্নীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা বলেন—
“চাকরি না ছাড়লে প্রথম আলো–ডেইলি স্টারের মতো অফিস পুড়িয়ে দেওয়া হবে।”
ফেসবুক পোস্টে অভিযোগ প্রকাশ
২২ ডিসেম্বর নাজনীন মুন্নী নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন,
“বৈষম্যবিরোধী আন্দোলনের নাম করে ৭–৮ জন অফিসে এসে চাকরি ছাড়তে না চাইলে আগুন দেওয়ার হুমকি দিয়েছে।”
বর্তমান অবস্থান
নাজনীন মুন্নী বর্তমানে গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি গত জুলাই মাসে চ্যানেলটিতে যোগ দেন। এর আগে তিনি ডিবিসি নিউজে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করেছেন।
হাকিকুল ইসলাম খোকন বাপসা নিউজ

আপনার মূল্যবান মতামত দিন: