odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫
গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ রাশেদ খানের, ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন নিশ্চিত

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে প্রার্থী ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২৫ ১৯:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২৫ ১৯:৩৪

বিশেষ প্রতিনিধি অধিকারপত্র ডটকম 

📝 সংবাদ বিবরণ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মুহাম্মদ রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদ খানের হাতে ফুল তুলে দিয়ে তাকে দলে স্বাগত জানান। একই অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান প্রার্থী হবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ-৪ আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাশেদ খানকে বিজয়ী করার আহ্বান জানান।

বিএনপি সূত্র জানায়, রাশেদ খানের যোগদানের মাধ্যমে ঝিনাইদহ অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছে দলীয় নেতৃত্ব।



আপনার মূল্যবান মতামত দিন: